২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন
তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৪। d-উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
ক) 14 খ) 10
গ) 6 ঘ) 2
১৫। পারদের ল্যাটিন নাম কী?
ক) Mercury
খ) Hydrargyrum
গ) Argentum
ঘ) Parod
১৬। প্রকৃতিতে কতগুলো মৌল পাওয়া যায়?
ক) 97 খ) 98 গ) 99 ঘ) 100
১৭। পানির বিয়োজনে-
i) হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায়
ii) প্রাপ্ত যৌগের ভৌত অবস্থা তরল
iii) গবেষণাগারে তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৮। কোনটির অণুতে চারটি পরমাণু থাকে?
ক) নাইট্রোজেন খ) সালফার
গ) ফসফরাস ঘ) অক্সিজেন
১৯। ঘধ কিসের প্রতীক?
ক) নাইট্রোজেন খ) পটাশিয়াম
গ) সিলভার ঘ) সোডিয়াম
২০। সোডিয়ামের ল্যাটিন নাম কী?
ক) Nobedeam খ) Natrium
গ) Kalium ঘ) Plumbum
২১। পরমাণুকে ভাঙলে যে মৌলিক কণাগুলো পাওয়া যাবে-
i) প্রোটন ii) ইলেকট্রন iii) নিউট্রন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i. ii ও iii
২২। পরমাণু প্রোটন সংখ্যাকে কী বলে?
ক) ভর সংখ্যা খ) নিউক্লিয়ন সংখ্যা
গ) পারমাণবিক ভর ঘ) পারমাণবিক সংখ্যা
২৩। পরমাণুর ভেতরে বেশির ভাগ জায়গাই ফাঁকা। সর্বপ্রথম কে এ কথা বলেছিলেন?
ক) ডাল্টন
খ) ম্যাক্সওয়েল
গ) রাদারফোর্ড
ঘ) বোর
২৪। বোর পরমাণু মডেল অনুযায়ী শক্তিস্তরের আকার কী রূপ হবে?
ক) উপ-বৃত্তাকার খ) সর্পিলাকার
গ) বৃত্তাকার ঘ) ঘনাকার
২৫। আইসোটোপের কোনটি সমান থাকে?
ক) ভরসংখ্যা খ) নিউট্রন সংখ্যা
গ) প্রোটন সংখ্যা ঘ) প্রোটন ও নিউট্রন সংখ্যা
উত্তর : ১৩। ঘ, ১৪। খ, ১৫। খ, ১৬। খ, ১৭। খ, ১৮। খ, ১৯। গ, ২০। ঘ, ২১। খ, ২২। ঘ, ২৩। ঘ, ২৪। গ, ২৫। গ।